রাতের মধ্যে চিন্ময় প্রভুকে ছাড়ার আল্টিমেটাম সনাতনী জোটের
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় ঘেরাও , রাতের মধ্যে চিন্ময় প্রভুকে ছাড়ার আল্টিমেটাম সনাতনী জোটের
নুরুল ইসলাম কক্সবাজার
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের শতশত মানুষ।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার পৌরশহরের হরিজন পাড়া থেকে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হিন্দু সম্প্রদায়ের শতশত মানুষ জড়ো হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি কক্সবাজার শহরের প্রধান সড়ক অবরোধ করেন তারা।
বিক্ষোভ মশাল মিছিলের খবরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থামানোর চেষ্টা করেন।
হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, "চিন্ময় কৃষ্ণকে দ্রুত সময়ে ছাড়া না হলে আন্দোলন আরও বড় হবে।চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে কি বোঝাতে চাই সরকার।"
পুলিশ সুপার কার্যালয়ের সামনে ১ ঘন্টা অবস্থানের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেন পরে রাতের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছেড়ে দেওয়া না হলে কাল থেকে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে মিছিল সহকারে ফিরে যায় আন্দোলনকারীরা।
আপনার মতামত লিখুন :