ঈশ্বরদীতে আরআরপি ফ্যাক্টরি পরিদর্শনে জামায়াতের জেলা আমির ।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
মোঃ রুবেল আহমেদ
শিবচর উপজেলা প্রতিনিধি
দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ঈশ্বরদীস্থ আরআরপি গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। রোববার (২৪ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দিতে অবস্থিত আরআরপি লেদার ফ্যাক্টরি ও ফিড মিল ঘুরে দেখেন তিনি।
ফ্যাক্টরিতে পৌঁছালে অধ্যাপক আবু তালেব মন্ডলকে স্বাগত জানান আরআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম খান ও পরিচালক রফিকুল ইসলাম। কারখানা পরিদর্শনকালে তিনি উৎপাদন প্রক্রিয়া ও ব্যবস্থাপনার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি আরআরপি গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অধ্যাপক আবু তালেব মন্ডল এ সময় বলেন, "আরআরপি গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে। এখানকার উৎপাদিত পণ্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও সুনাম কুড়াচ্ছে। এর ফলে দেশীয় অর্থনীতিতে নতুন গতি এসেছে এবং কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে।"
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, পৌর জামায়াতের ৬নং ওয়ার্ড সভাপতি ইয়াসির আরাফাত সুজন, সেক্রেটারি হাফেজ আলিফ হোসাইন, আরআরপি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রউফ সবুজ, ইবনে সিনা ফার্মার এরিয়া ম্যানেজার আজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে আরআরপি ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস লিমিটেড ঈশ্বরদীর অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ২৩ একর জমির ওপর স্থাপিত এ কারখানায় জুতা, স্যান্ডেল, মানিব্যাগ, বেল্ট, লেডিস পার্স ও ব্যাগসহ বিভিন্ন চামড়াজাত এবং সিনথেটিক পণ্য উৎপাদিত হচ্ছে।
জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করা হয়। কারখানার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতি সমৃদ্ধ করছে এ প্রতিষ্ঠান।
কারখানার কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে কাজ করছে আরআরপি গ্রুপ। ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা দেশের শিল্প খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :