বাগেরহাটে দরিদ্রদের জন্য কম্বল প্রদান
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাগেরহাটে দরিদ্রদের জন্য কম্বল প্রদান। জেলা প্রতিনিধি বাগেরহাট।
এম মোহাম্মদ ওমর।বাগেরহাটে হতদরিদ্রদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে উন্নয়ন সংস্থা ‘আশা’। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের হাতে ৪৩০টি কম্বল তুলে দেন আশার বিভাগীয় ব্যবস্থাপক মোহম্মদ আব্দুল জলিল।
এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক মোহম্মদ গোলাম কিবরিয়া, জেলা ব্যবস্থাপক মোহম্মদ মিলন মিয়াসহ আশার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাটের জেলা প্রশাসকের নিকট ৪৩০টি কম্বল প্রদান করা হয়। এছাড়া সারাদেশে ৬৪ টি জেলায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের জন্য ২৫ হাজার৬০০টি কম্বল প্রদান করা হবে বলে জানান আশার বিভাগীয় ব্যবস্থাপক মোহম্মদ আব্দুল জলিল।
আপনার মতামত লিখুন :