নওগাঁয় বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ৩ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুল পড়ুয়া এক (ছাত্র) কিশোরকে আটক পূর্বক বুধবার নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন থানা পুলিশ। শিশু ধর্ষণ ঘটনায় কিশোরকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম। স্কুল পড়ুয়া ছাত্র (কিশোর) কর্তৃক ৩ বছর বয়সি শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে ।
গত মঙ্গলবার ৩ ডিসেম্বর দুপুর ২ টার দিকে নওগাঁর ধামুরহাট উপজেলা সদর পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে।
মামলা ও স্থানিয় সুত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর ধামুরহাট উপজেলা সদর এলাকার একটি বিদ্যালয়ে ৯ম' শ্রেণিতে পড়ুয়া ছাত্র। সে ঘটনার দিন তার বাড়ির পাশের বাড়ির জৈনক ব্যাক্তির ৩ বছর বয়সি শিশুকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু টিকে সে তার নিজ বাড়িতে ডেকে এনে
ধর্ষণকালে শিশুটি চিৎকার দিয়ে কান্না শুরু করলে এসময় শিশুটির মা'সহ স্থানীয়া এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানিয়দের সহযোগিতায় ধামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। মহূর্তের মধ্যে শিশু ধর্ষণের ঘটনাটি এলাকার লোকজনের মাঝে জানাজানি হলে খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেন। এব্যাপারে ধামুরহাট থানার অফিসার ইনচার্জ
রাইসুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে বুধবার গ্রেফতারকৃত কিশোরকে নওগাঁ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ।
আপনার মতামত লিখুন :