ad728

আলফারাদী ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি: 

আলফারাদী ফাউন্ডেশনের অর্থায়নে আলফারাদী গার্লস মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জস্থ আলফারাদী গার্লস মাদরাসা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলফারাদী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

 আলফারাদী গার্লস মাদ্রাসার সহকারী শিক্ষক মো: আবুল কাশেমের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুভ  উদ্বোধন ঘোষণা করেন আলফারাদী গার্লস মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুফতী আব্দুল আজীজ ইসমাইলি সাহেব। আলফারাদী ইন্সটিটিউশনস এর সম্মানিত সি.ই.ও. ইঞ্জিনিয়ার দলিল উদ্দিন ফারাদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খতিব আওলাদে রাসুল (সা.) হযরত মাও. সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন জাবেরি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সভাপতির বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের ২য় অধিবেশনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মান্দারী সাংস্কৃতিক সংসদ ও আলফারাদী মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ-নাত, প্যারোডি সংগীত, অভিনয় ইত্যাদি পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথিদের প্রাণবন্ত ও উৎফুল্ল করে তোলে। পরিশেষে,  সঞ্চালক আগত মেহমানদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ