ad728

নওগাঁয় মৎস্য চাষীদের মাঝে মাছ চাষে প্রশিক্ষণ প্রদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁয় আশার মাছ চাষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার পত্নীতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সোমবার ৯ ডিসেম্বর দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী। 
আশার জেলা ম্যানেজার মামুন-অর-রশীদের সভাপতিত্বে ও আশা নওগাঁ জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আলী। এছাড়াও পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, আশা'র নজিপুর অঞ্চল সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন, আশা'র নজিপুর শাখার সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান সরদার প্রমুখ। কর্মশালায় ৩টি ব্যাচে নওগাঁর ১১টি উপজেলার মোট ৯০ জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহব্বান জানান।