ad728

বরগুনায় দূর্নীতিবিরোধী দিবস পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মোঃ শাহজালাল, বরগুনাঃ

জাতীয় পতাকা উত্তোলন, সাইকেল রেলি, বেলুন ও পায়রা অবমুক্ত করন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বরগুনায় দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

পায়রা ও বেলুন অবমুক্ত করার পরে বরগুনা জেলা প্রশাসনের সুবর্ন জয়ন্তী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দূর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখার সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, দূর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস,  সনাক বরগুনার সভাপতি মনির হোসেন কামাল,  দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন, সনাকের সদস্য ড. মনিজা।
সভাপতিত্ব করেন বরগুনা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন।

মোঃ শাহজালাল 
বরগুনা।