ad728

নওগাঁয় মাছবাহী পিকআপের চাকায় পৃষ্ট হয়ে নিহত ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ টু রাজশাহী মহাসড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারের পাশে খোর্দ্দনারায়নপুর নামক স্থানে পিকআপের চাকায় পৃষ্ট হয়ে দূর্ঘটনা স্থলেই আঃ আজিজ ওরফে মাধু (৮১) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের বাসা খোর্দ্দনারায়নপুর গ্রামে। স্থানিয় সুত্র জানায়, খোর্দ্দনারায়নপুর গ্রামের আঃ আজিজ ওরফে মাধু শনিবার ১৪ ডিসেম্বর দুপুরের দিকে বাড়ির সামনে নওগাঁ টু রাজশাহী মহাসড়ক পারাপার হওয়ার সময় নওহাটামোড়ের দিক থেকে সতিহাটগামী অজ্ঞাত একটি মাছবাহী পিকআপ তাকে চাপাদিয়ে দ্রুত গতীতে পালিয়ে যায়। এতে দূর্ঘটনাস্থলেই পিকআপের চাকায় পিষ্ট হয়ে আজিজ ওরফে মাধু'র মর্মান্তিকভাবে মৃত্যু হলে তার স্বজনরা দ্রুত এসে দূর্ঘটনাস্থল থেকে তার মৃতদেহ বাসায় নিয়ে যায়। এমৃত্যুর ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও গ্রামবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া নেমে এসেছে।