ad728

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে   মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। 
সুকমল চন্দ্র বর্মন (পিমল) 
কালাই, জয়পুরহাট। 
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে  বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে কালাই উপজেলা প্রশাসন দিনভর নানা কর্মসূচীর আয়োজন করেছেন। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণে শহীদ স্মৃতি সৌধে পুষ্প স্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কালাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এরপর শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, কালাই থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, কালাই সরকারী মহিলা কলেজ, কালাই ডিগ্রী কলেজ, বাংলাদেশ স্কাউট, তালুকদার ল চেম্বার’স, কালাই উপজেলা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদনের প্রাক্কালে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং দিনের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।