গজালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
গজালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন।
মো:শফিকুল ইসলাম (তুহিন) বান্দরবান
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে গজালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের করা হয়,গজলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সূর্যদের সাথে সাথে স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। বিকাল তিন ঘটিকার সময় সরকারি ও বেসরকারি দল নামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয় , উক্ত অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন গজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উসাচিংমারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনসুর হোসেন মানিক সাব ইন্সপেক্টর ফারি ইন্সাস গজালিয়া, আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ যুগ্ম সাধারণ সম্পাদাক উপজেলা বিএনপি, উপস্থিত ছিলেন অএ বিদ্যালের দাতা সদস্য বিএনপি নেতা মংকে সিং মারমা, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গজালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুমন, বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়নের পিচি মো:হাফিজ উদ্দিন, যুবদল নেতা আবু তালেব, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, আরো ও উপস্থিত ছিলেন গজালিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :