ad728

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে মেলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে মেলা 

মোঃরাকিব হাসান জামালপুর।

জামালপুর জেলা সদরে আন্তর্জাতিক অভিবাসী দিবস  ও প্রবাসী দিবস ২০২৪ উদযাপিত উপলক্ষে এক দিনের মেলা  অনুষ্ঠিত  হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর)সকালে জেলা প্রশাসক,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)'র যৌথ আয়োজনে, বিনন্দের পার কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের মাঠে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস ২০২৪  উদযাপন  উপলক্ষে "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার। "   এই প্রতিপাদ্যটি সমানে রেখে  প্রবাস মেলা ও জব মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়। এটির উদ্বোধন করেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ) ইফতেখার ইউনুস। এসময়ে তার সাথে ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তর জামালপুর জেলার উপ পরিচালক ইকবাল  বিন মতিন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক ইকরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মুহাম্মদ হারুন অর রশিদ। উদ্বোধন শেষে  এডিসি( সার্বিক ) ও কর্মকর্তাগণ প্রতিটি ষ্টল ঘুরে পরিদর্শন করেন এবং তাদের কর্মকান্ড বিষয়ে অবগত হন।

মেলায় যুব উন্নয়ন অধিদপ্তর, দি রহিম ওভারসিয়েস,আই এফ আই সি ব্যাংক সহ প্রায় বারোটি ষ্টল অংশগ্রহন করে। প্রতিটি ষ্টলের কর্মকর্তারা যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। এসময়ে দি রহিম ওভারসিয়েস এর মোঃ রফিকুল ইসলাম( বিপ্লব) আলোচিত জামালপুরের প্রতিনিধিকে জানান আমরাই এ জেলার একমাত্র স্বীকৃতি প্রাপ্ত ওভারসিয়েস।আমরা বিদেশে গমনেচ্ছুকদের কে সর্বাত্মক সহযোগিতা করে থাকি।কোন প্রবাসী বিদেশ গিয়ে যাতে কষ্ট ভোগ না করে আমার প্রতিষ্ঠান সব সময় সতর্কতা অবলম্বন করে থাকে।আই এফ আই সি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মামুন আল রশিদ বলেন, আমাদের ব্যাংক বিদেশ যাবার  পর রেমিট্যান্স পাঠানো এবং একাউন্ট খোলা সহ অন্যান্য বিষয়ে নানা রকম পরামর্শ ও সুবিধা প্রদান করে থাকে।