ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপি'র আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
নাজিরপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপি'র আর্থিক সহায়তা প্রদান
মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠি বাজারে আগুনে পুড়ে যাওয়া ০৮টি পরিবারের মাঝে আর্থিক সহতা প্রদান করেছেন জেলা বিএনপি'র আহবায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন। শ্রীরাম কাঠি বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে তিনি আর্থিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নাজিরপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম সিপার, বন্দর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব শাহজাহান মিয়া, বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাওলাদার,সদস্য সচিব তারিকুল বাপ্পি সহ বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, গত ১২ডিসেম্বর গভীর রাতে নাজিরপুর উপজেলা শ্রীরামকাটি বাজারে অগ্নিকাণ্ডে ০৮টি দোকান ভস্মিভূত হয়। মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে
পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ০২টি ইউনিট ০১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে মুদি দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইলের দোকান সহ মোট ০৮টি দোকান পুড়ে যায়।
আপনার মতামত লিখুন :