শেখ হাসিনার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শেখ হাসিনার বিচারের দাবিতে দেওয়ানগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
গত জুলাই-আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে জনসভা করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে জনসভায় এসময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নিলোফার চৌধুরী মনি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন,সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, সাবেক মন্ত্রি পরিষদ সচিব এএসএম আবদুল হালিম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, বকশীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, সদস্য আনিছুজ্জামান গামা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন।
জনসভায় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :