ad728

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেপ্তার।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেপ্তার।
সুকমল চন্দ্র বর্মন (পিমল) 
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের আক্কেলপুরে সাদিকুল ইসলাম (২৮) নামে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি বৈদ্যুতিক মিটার। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম।

 গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম বগুড়ার দুপচাচিয়া উপজেলার আসুঞ্জা বানিয়াগাড়ী গ্রামের সাদেক আলী ফকিরের ছেলে।

 আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠ থেকে গভীর নলকূপের ৪টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। মিটার বক্সের উপর চোরের দল একটি নাম্বার রেখে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চোরচক্রকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গত রাতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এর সাথে জড়িত সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি মিটার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ