ad728

বৈষম্য নিরসনের দাবিতে বি সি এস শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পিরোজপুরে অান্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বি সি এস শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 
 
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পিরোজপুরে বি সিএস শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি  সোহরাওয়াদী কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের বি সি এস শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হয়েছি এবং দেশকে মুক্ত করেছি। তাই আমরা আর কোন বৈষম্যের শিকার হতে চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার, ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রকাশিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার কে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে, যা আমাদের উপর বৈষম্য ছাড়া আর কিছুই নয়। আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না, আমরা আমাদের অধিকার চাই। 
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়,পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী  কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার,সহকারী অধ্যাপক মোঃ শাহীন রেজা, মোঃ ইলিয়াস বেপারী সহ আরো অনেক।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ