অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
লামার সরইতে ত্রিপুরা পল্লীতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামার উপজেলার সরইতে ত্রিপুরা পরিবারের জুমঘর পোড়ার ঘটনাস্থল পরিদর্শনে করেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার বেলা ১১:২০ ঘটিকায় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সরই ইউনিয়নের টঙ্গঝিরি পূর্ববেতছড়া পরিদর্শন করেন।এর আগে বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ২৫ ডিসেম্বর বুধবার গভীর রাতে সরই ইউনিয়নের টঙ্গঝিরি নব গঠিত ত্রিপুরা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পরিদর্শনকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭পরিবারকে ঢেউটিন,চাল,কম্বলসহ ত্রান সামগ্রী বিতরণ করেন, এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন,তাদের নিরাপত্তাসহ বাড়িঘর নির্মাণের করে দেওয়ার আস্বাস দেন।তিনি আরো বলেন,পাশ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের জলন্ত আগুনের লেলিহান শিখা যেন আমাদের দেশে তথা পার্বত্য চট্টগ্রামে না ছড়ায়। এজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। পাহাড়ী বাঙ্গালী সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির বসবাস করতে হবে। অন্তবর্তীকালীন সরকার প্রত্যেক জনগোষ্টির নিরাপত্তাদানে বদ্ধ পরিকর। ভুমি বিরোধের জের ধরে যারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। দুপক্ষের মধ্যে চলমান ভুমি বিরোধ স্থানীয় প্রশাসন আইনগত ভাবে সামাধান করবেন। এ সময় পার্বত্য উপদেষ্টার সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন,পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছারসহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :