জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ানগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পিরোজপুরের জিয়ানগর উপজেলা কর্তৃক আয়োজিত ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা শহীদ ফজলুল হক ময়দানে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ০৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
জাসাসের উপজেলা সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সভাপতি মো: জাহিদুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন,জেলা জাসাসের সাধারণ সম্পাদক এডভোকেট খায়রুল বাসার শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, যুগ্ম আহ্বায়ক মস্তান হাফিজ ও এইচ এম ফারুক হোসেন,
উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল ইসলাম, সদস্য সচিব খাইরুল ইসলাম লাভলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব নুরুল ইসলাম শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম সহ জেলা,উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
জাসাসের আয়োজিত এ অনুষ্ঠান প্রথমে দলীয় সংগীত দিয়ে শুরু হয়,তারপরে আলোচনা সভা,শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাসাসের শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করে উপস্থিত জনতাকে আনন্দে মাতিয়ে রাখেন।
আপনার মতামত লিখুন :