হাসিনাকে হত্যার উস্কানির মামলায় বিএনপির ৭ নেতার অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
হাসিনাকে হত্যার উস্কানির মামলায় বিএনপির ৭ নেতার অব্যাহতি
জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উস্কানি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ সাতজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জামালপুর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন।
মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ‘মামলার বাদী জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার এই মামলাটি করেছিলেন। আসামিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলাটি করা হয়েছিল বলে জানান তিনি।’
এ মামলায় আরও আসামি ছিলেন এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এবং জামায়াত নেতা মো. হারুন অর রশিদ।
দীর্ঘদিন বাদী পক্ষ সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় আদালত মামলার কার্যক্রম স্থগিত করে সব আসামিকে অব্যাহতি দেয়।
মামলার অন্যতম আসামি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন আদালতে উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, ‘রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছিল।’
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আপনার মতামত লিখুন :