প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির স্মরণসভা
কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির স্মরণসভা অনুষ্ঠিত
বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি, কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড শহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে স্মরণ সভা সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, শিক্ষক শাখার সদস্য দুলাল গোস্বামী, উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য জাফর আহম্মেদ ও মৈত্রী দত্ত।
সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড শহিদুল্লাহ চৌধুরী ছিলেন আজীবন কমিউনিস্ট। তিনি মানবমুক্তির জন্য মৃত্যু পর্যন্ত লড়াই-সংগ্রাম করে গেছেন। শোষণ মুক্তির সংগ্রাম করেছেন শ্রমিক শ্রেণির রাজত্ব কায়েম করতে। তাই তিনি প্রথমে বদলী শ্রমিক হয়ে লতিফ বাওয়ানী জুট মিলে কাজ নেন শ্রমিকদেরকে সংগঠিত করতে।
তিনি ১৯৯২ সালে পার্টির ক্রান্তিকালে হাল ধরেছেন। কমিউনিস্ট পার্টির এ পর্যন্ত ধারাবাহিক সংগ্রামে তাঁর অনবদ্য ভূমিকা ছিলো। একজন বিপ্লবী হিসেবে তিনি ছিলেন নিবেদিত ও নির্মোহ।
© দৈনিক বেলা বার্তা