প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ৮ নেতা
জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ৮ নেতা
জামালপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আট নেতা। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
সোমবার (৬ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা হলেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক গোমাল হোসেন রব্বানী, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, ৪ নম্বর বালিজুরি ইউনিয়নের সাধারণ সম্পাদক মহির ডাক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতুয়ার রহমান, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হুসেন, ৭ নম্বর সিদুলী ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাকিব ও একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সম্পদ ও হাফিজুর মেম্বার।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জামিল হাসান তাপস আসামিদের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
© দৈনিক বেলা বার্তা