প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
লালপুরের দুই যুবক নিহত হয়েছেন

রাজশাহীর বাঘায় আখ বোঝাই পাওয়ার টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লালপুরের দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিনোদপুর স্কুলের সামনে এঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুরের মোমিনপুর গ্রামের মানিক আলীর ছেলে নাসির উদ্দীন (২২) ও বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৮)।
জানা গেছে, মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে আসার পথে আখ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে দুই জনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
© দৈনিক বেলা বার্তা