প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সড়কের পাশে পরেছিলো ৬ জন

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সড়কের পাশে পরেছিলো ৬ জন
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁ শহর বাইপাস সড়কের বরুনকান্দি নামক এলাকায় অচেতন অবস্থায় পারে ছিলেন ৬ জন। স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অচেতন ঐ ৬ জনকে উদ্ধার পূর্বক নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ সদর মডেল থানার এসআই হারুনুর রশিদ জানান,
বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের বরুনকান্দি এলাকায় সড়কের পাশে ৬ জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানায় জানালে সাথে সাথে বাইপাস সড়কের বরুনকান্দি এলাকাতে পৌছে রফিক ফিলিং স্টেশনের পাশের এলাকা থেকে ৬ জনকে স্থানিয়দের সহযোগীতায় অচেতন অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি ও প্রাথমিক চিকিৎসার পর ৬ জনের মধ্যে একজন অ-স্পষ্টভাবে জানান যে, ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে একটি ট্রাকে উঠে বাড়িতে ফিরছিলেন। পথে তাদের কলা, পানি আর রুটি খাওয়ান তাদের সাথে থাকা এক যাত্রী। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। ধারণা করা হচ্ছে ওরা ৬ জন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
এ ৬ জনের কাছে মোবাইল বা টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এরা সব খুইয়েছেন সম্ভবত বলেই ধারনা করা হচ্ছে। অচেতন ৬ জনের মধ্যে দুপুরে মোরশেদুলের জ্ঞান কিছুটা ফিরেছে।মোরশেদুল এর বাড়ি রংপুরে গঙ্গাচড়া উপজেলার কয়রাবাড়ি গ্রামে। তিনি ঢাকা সাভারের হেমায়েতপুর এলাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
© দৈনিক বেলা বার্তা