প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে নানা উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণ উদযাপিত

কালাইয়ে নানা উৎসাহ-উদ্দীপনায় বর্ষবরণ উদযাপিত
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ
আজ পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাঙালিদের ঐতিহ্যবাহী একটি দিন ও বলা যায়।বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নানা উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাই উপজেলাতেও নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখের বর্ষবরণ।কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে
সকাল ১০ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে সমাপ্তি হয়।এরপরই শোভাযাত্রা শেষে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে জাতীয় সংগীত ও "এসো হে বৈশাখ এসো এসো" বর্ষ আবাহন সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় দিনব্যাপী বর্ষবরণের আনুষ্ঠানিকতা। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ, গান ও নানা বয়সী মানুষের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে মেলায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মেলায় স্থাপিত স্টলগুলো ছিল রঙিন ও জাঁকজমকপূর্ণ।
বৈশাখীর ঐতিহ্যের অংশ হিসেবে এবারও ঘোড়ার গাড়ি, নাগরদোলা, পালকিসহ নানা লোকজ উপকরণ দর্শনার্থীদের মন জয় করে।
মেলায় বিভিন্ন খেলাধুলা সহ, সাংস্কৃতিক অনুষ্ঠান রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইফতেকার রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কালাই উপজেলা প্রশাসনের এ আয়োজনটি ছিল বর্ণাঢ্য, উৎসবমুখর এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত। আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালিয়ানার চেতনা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
© দৈনিক বেলা বার্তা