প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিবচরের বিএনপি নেতা নান্নুর আরেকটি প্রশংসনীয় কাজ

শিবচরের বিএনপি নেতা নান্নুর আরেকটি প্রশংসনীয় কাজ।
মোঃ রুবেল আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি
আজ ১লা বৈশাখ সোমবার ( ১৪ এপ্রিল) মাদারীপুর জেলা বিএনপির সদস্য হাজী শাখাওয়াত হোসেন নান্নু নামক বিএনপি নেতা । তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত জেল জুলুম নির্যাতনের শিকার হন,শিবচরে বিএনপির নাম নিলেই মামলা এবং বিভিন্ন অত্যাচারের শিকার হন । বর্তমান বাহাদুরপুর হাটের ইজারাদার।
তার দাবি ইজারার টাকা তার নিজ তহবিল থেকেই সরকারি কোষাগারে জমা করে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন বাহাদুরপুর হাটে কারোরই কোন ইজারা দিতে হবে না। এর মাধ্যমে আমরা কম মূল্যে জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করতে পারব।
বিএনপির নেতার এই কাজ গুলো আসলেই শিবচরের জনমানুষের জন্য পজিটিভ ভাইব সৃষ্টি করে। আমরা আশাকরি সামনে এই ধরনের কাজ গুলো প্রতিযোগিতার সহিত আরও বাড়বে।সত্যিই অসাধারণ কাজ করেছে হাজী শাখাওয়াত হোসেন নান্নু।
এলাকার সাধারণ বাসিন্দাদের কাছে জিজ্ঞেসা করলে জানাযায় হাজী নান্নু অত্যন্ত একজন ভালো মনের মানুষ। হাজী শাখাওয়াত হোসেন নান্নু আরো বলেন শিবচরের মানুষের জন্য আমি মন থেকে কাজ করতে চাই । আগামীতে উন্নয়ন মূলক কাজের প্রতি আমার সুনজর থাকবে ।
© দৈনিক বেলা বার্তা