প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে মানববন্ধন

নওগাঁয় নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে মানববন্ধন
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা থেকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) নওগাঁ শাখার আয়োজনে নওগাঁ জেলা শহরের কাজীর মোড়ে মানববন্ধন শুরু করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। অধিক জিপিএ, অধিক মেয়াদকাল এবং সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আমাদের কোর্স পরিচালিত হয়। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। মানববন্ধনে বক্তারা আরো বলেন, অবিলম্বে আমাদের এ দুটি সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেওয়া হোক। তা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ডাকের হুঁশিয়ারি দেন এসময় শিক্ষার্থীরা।
© দৈনিক বেলা বার্তা