প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নাটোর শাখার প্রশংসনীয় অভিযানে নকল পাঠ্যবইয়ের কারবার ধরাশায়ী

এনএসআই নাটোর শাখার প্রশংসনীয় অভিযানে নকল পাঠ্যবইয়ের কারবার ধরাশায়ী, উদ্ধার বিপুল সংখ্যক বই।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর নাটোর শাখা আবারও তাদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রমাণ দিল। আজ ২৩শে এপ্রিল, ২০২৫ তারিখে এনএসআই-এর দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের নলবাতা এলাকায় একটি "নকল বোর্ড বই তৈরির কারখানায়" সফল অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণে সরকারি জেনারেল ও মাদ্রাসা বোর্ডের নকল পাঠ্যবই উদ্ধার করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ সাফল্যের পর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
জানা যায়, এনএসআই নাটোর শাখার চৌকস দল দীর্ঘদিন ধরে এই নকল বই তৈরির চক্রের উপর নজর রাখছিল। গোপন সূত্রে তথ্য সংগ্রহের পাশাপাশি তারা অত্যন্ত দক্ষতার সাথে ওই এলাকায় রেকি করে কারখানার অবস্থান নিশ্চিত করে। তাদের এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ, আজ নাটোর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সফলভাবে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানী সরদারের সুযোগ্য নেতৃত্বে পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন এবং অত্যন্ত সফলভাবে নকল বইয়ের চক্রটিকে সনাক্ত করতে সক্ষম হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানী সরদার উদ্ধারকৃত বইয়ের বিশাল স্তূপের দিকে ইঙ্গিত করে বলেন, "আমরা বিপুল সংখ্যক নকল পাঠ্যবই উদ্ধার করতে পেরেছি, যার মধ্যে জেনারেল ও মাদ্রাসা বোর্ডের বিভিন্ন শ্রেণির বই রয়েছে। এই বইগুলো অত্যন্ত নিম্নমানের কাগজে ছাপা হয়েছে এবং আসল বইয়ের হুবহু প্রতিলিপি। আমাদের ধারণা, একটি অসাধু চক্র শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।"
তিনি আরও জানান, উদ্ধারকৃত নকল বইগুলো বর্তমানে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তত্ত্বাবধানে সংরক্ষণের কাজ চলছে। কারখানাটি সিলগালা করা হয়েছে এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নাটোর শাখার এই সময়োপযোগী এবং অত্যন্ত কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজ। তারা মনে করেন, এনএসআই-এর এই বিচক্ষণতা এবং তৎপরতার ফলেই একটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল শিক্ষা ব্যবস্থা। এই ধরনের নকল বই বাজারে ছড়িয়ে পড়লে একদিকে যেমন শিক্ষার্থীরা প্রতারিত হতো, তেমনি অন্যদিকে শিক্ষার গুণগত মানও চরমভাবে ব্যাহত হতো।
এনএসআই নাটোর শাখার এই সাফল্য শুধুমাত্র একটি নকল কারখানার উদ্ঘাটন নয়, বরং এটি প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় সংস্থাটি কতটা আন্তরিক ও নিবেদিত। তাদের পেশাদারিত্ব, গোয়েন্দা তথ্য সংগ্রহের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সত্যিই প্রশংসার যোগ্য। এই অভিযান অন্যান্য অপরাধী চক্রের জন্য একটি সুস্পষ্ট বার্তা যে, কোনো প্রকার অবৈধ কার্যকলাপ চালিয়ে যাওয়া সহজ হবে না।
কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, এনএসআই নাটোর শাখা ভবিষ্যতে আরও দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং সমাজবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের এই উজ্জ্বল দৃষ্টান্ত অন্যান্য সরকারি সংস্থাগুলোকেও অনুপ্রাণিত করবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণে সহায়ক হবে।
© দৈনিক বেলা বার্তা