প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনা লাভের দোকান।
কাজী রায়হান তানভীর সৌরভ
খুলনা প্রতিনিধি।
সারাদেশে চলমান বাজার অস্থিতিশীলতা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ।
পরিবার-পরিজনের মুখে দুবেলা দুমুঠো অন্য যোগান দিতেই হিমশিম খাচ্ছেন।
অসাধু ব্যবসায়ীদের শক্ত সিন্ডিকেট এর যাতাকলে পিষ্ঠ হচ্ছে তারা।
বিগত দিনের মতো এবারও দেশের মানুষের এই চরম দুর্ভোগ এর সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভাঙতে ।
দেশের বিভিন্ন স্থানে বিনা লাভের দোকান পরিচালনা করার মাধ্যমে দেশের মানুষের এই দুর্ভোগ কিছুটা লাঘব করার চেষ্টা করছেন তারা।
যে দোকানে বাজার মূল্যের থেকে অনেকটাই কমে পণ্য কিনতে পারছেন দেশের মানুষ।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ১৮ই অক্টোবর দুপুর ৩ টা থেকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে একটি অস্থায়ী বিনা লাভের দোকান পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এখানে বাজার দর থেকে অনেকটাই কম মূল্যে পাওয়া যাচ্ছে আলু, পিয়াজ, ডিম সহ আরো অনেক প্রয়োজনীয় পণ্য।
বাজার দর থেকে কম মূল্যে পণ্য কিনতে পারায় খুলনার বিভিন্ন স্থান থেকে পণ্য কিনতে সেখানে ভিড় জমাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা।
খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন এই স্বল্প আয়ের মানুষেরা।
© দৈনিক বেলা বার্তা