প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় শিয়ালের আক্রমনে নারীসহ ৫ জন আহত
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে দিন-দুপুরে শিয়ালের আক্রমন ও কামড়ে ৩ নারীসহ মোট ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন নারীকে গুরুতর জখম অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দু'জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। এঘটনায় গ্রামের লোকজন পাগলা শিয়ালটিকে পিটিয়ে মেরেছে। পাগলা শিয়ালের আক্রমন ও কামড়ে আহতের এঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে।
স্থানিয় আসাদুল ইসলাম ও মুদি ব্যবসায়ী কাজেম জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই একটি শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের উপর আক্রমন করে। এসময় শিয়ালের আক্রমন ও কামড়ে ৩ জন নারীসহ ৫ জন আহত হয়। শিয়ালের আক্রমন ও কামড়ে সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫) ও শিকারপুর গ্রামের মোসাঃ মর্জিনা (৪৯), নুরজাহান (৫৬) ও সাইদুল (৪০) আহত হোন। এঘটনায় গ্রামের লোকজন পাগলা শিয়ালটিকে পিটিয়ে মারে এবং আহত ৫ জনকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে রশিদুল ও সাইদুল প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শিয়ালের কামড়ে ক্ষত-বিক্ষত জখম হওয়ায় ৩ জন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© দৈনিক বেলা বার্তা