প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
শার্শা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব ও পত্রিকা পাঠের ব্যবস্থা চালু করলো প্রশাসন
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:- যশোর জেলা প্রশাসক মো.আজহারুল ইসলাম এর নির্দেশনায় ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এর উদ্যোগে শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ১টি বাংলা ও ১টি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিতর্ক ক্লাব খোলা হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার(২৩ অক্টোবর) ইউএনও মহোদয় তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে অবহিত করেছেন।
ছাত্র-ছাত্রীরা তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা ও নিয়মিত পত্রিকা পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞানবৃদ্ধি,মানসিক বিকাশ ও দক্ষতার উন্নয়ন করতে পারবে বলে তিনি ঐ স্ট্যাটাসে জানিয়েছেন। প্রশাসনের নির্দেশনা পেয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ চালু করা হয়েছে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উদ্যোগ গ্রহণ করে বিতর্ক ও পত্রিকা পাঠের ব্যবস্থা গ্রহণ করেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান শার্শার এই নির্বাহী কর্মকর্তা।
এখনও অত্র উপজেলার যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এই কাজ গুলো করতে পারে নাই, খুব দ্রুততার সাথে এ ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহবান জানান
© দৈনিক বেলা বার্তা