প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
দোকান দখলের অভিযোগ।
এম মোহাম্মদ ওমর।
দৈনিক বেলা বার্তা।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রায়াত এক আওয়ামী লীগ নেতার জমিসহ ৯টি দোকান দখলের অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে গত ৫ আগষ্ট দোকানগুলো দখল করে নেন পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদার। এ ঘটনার বিচার চেয়ে বুধবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন প্রায়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদারের ছেলে অ্যাড. মাহমুদুল হাসান শুভ।
লিখিত বক্তব্যে অ্যাড. মাহমুদুল হাসান শুভ বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনর পরে ওইদিন বিকেলে বিএনপি নেতা আমীর আলী তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে ৯টি দোকান দখল করে নেয়। ওইদিনই সেখানে বিএনপির অফিস করার কথা বলে চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে। দুদিন পরে সাইনবোর্ডটি ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে।
অ্যাড. শুভ আক্ষেপ করে আরও বলেন, বিএনপির অফিস করার জন্য প্রয়োজন হলে সে(অ্যাড. শুভ) জমি লিখে দিবে। নেত্রীর ছবিওয়ালা সাইনবোর্ড পুতে কেন দখল করা হচ্ছে?
এ বিষয়ে বিএনপি নেতা আমীর আলী তালুকদার বলেন, শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়ারা তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি।
উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল বলেন, পারিবারিক সমস্যা থেকে দোকান দখলের ঘটনাটি ঘটেছে। দল এটা সমর্থন করেনা। তবে, এ ঘটনায় দলের ভাবমুর্তি নষ্ট হয়েছে।
© দৈনিক বেলা বার্তা