প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১।
মোঃ ইমরান আহমেদ
নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের গুরুদাসপুরে যুবলীগ কর্মীদের হামলায় ছাত্রদল ও বিএনপির ১১ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল সহ অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের ৫ সমর্থকের বাড়ি ভাঙচুর করেছে।
শুক্রবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার মধ্যম পাড়া এলাকায় এই ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে চাল ব্যবসায়ী বিএনপি কর্মী রাকিরের কাছে ৩০ বস্তা চাল বাকিতে নেন হোটেল ব্যবসায়ী ও উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ আলমগির হোসেন। গত তিনদিন ধরে পাওনা টাকা চাওয়া নিয়ে বিএনপির কর্মী রাকিরের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার রাত ৯টার দিকে রাকিব সহ বিএনপি ও ছাত্রদলের কর্মীরা চালের টাকা চাইতে যায়। এসময় আলগীরের হোটেলের পাশে থাকা যুবলীগের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে ১০ জনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, চাল বিক্রির দ্বন্দ্ব রাজনৈতিক রূপ নেয়। পাওনা টাকা নিয়ে কয়েকদিনের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটে।
© দৈনিক বেলা বার্তা