প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বেনাপোলে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
মনির হোসেন, বেনাপেল প্রতিনিধি:-শুক্রবার ২৫অক্টোবর বেনাপোল অভিযান পরিচালনা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে। এ সময় তিন প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তামান্না তাসনীম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, শুক্রবার বিকালে বেনাপোল চেক পোস্ট বাজার, কাঁচাবাজার, রজনীগন্ধ্যা কোল্ড স্টোর ও সেনা কল্যাণ কোল্ড স্টোরেজসহ তদারিক করা হয় ১৫টি প্রতিষ্ঠানে। পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা বিষয়ে তদারকি করা হয়। তদারকিকালে ছনিয়া মেডিকেল স্টোরকে ২ হাজার টাকা , রোকেয়া মেডিকেলকে ৪ হাজার টাকা ও দেওয়ান স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।#
প্রেরকঃ-
মো:মনির হোসেন বেনাপোল প্রতিনিধি যশোর।
© দৈনিক বেলা বার্তা