প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
কক্সবাজার সরকারি কলেজের লোগোতে "নৌকা" সরিয়ে যুক্ত করা হলো "সূর্য ও কলম"
নুরুল ইসলাম কক্সবাজার
দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।
মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বিষয়টি টিটিএন-কে নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।
অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি।
কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণ:
২১ টি তারা (একুশে ফেব্রুয়ারী- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়
কলেজের নাম কক্সবাজার সরকারি কলেজ
পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান
বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক
উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়
সাগর কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের
© দৈনিক বেলা বার্তা