প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বাগমারায় ৫নং আউচ পাড়া ইউনিয়নে একটি বাঁশের সাঁকো তৈরি।
মো: হাবিব আমজাদ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার ৫নং আউচ পাড়া ইউনিয়ন এর ২নং ওয়ার্ডে বাহমনি গ্রামে একটি বাঁশের সাঁকোয় স্বপ্ন শিক্ষার্থীসহ হাজারো মানুষের, সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন কয়েকজন যুবক।
একটি বাঁশের সাঁকোর অভাবে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বাঁশের ওই সাঁকো না থাকার কারণে স্কুলগামী অর্ধশত শিশু শিক্ষার্থী পড়েছে চরম বিপাকে। এতে ৮ কিলোমিটারের পথ ঘুরতে হয়। এমনই অবস্থায় বাঁশের সাঁকো তৈরি করতে এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মানবতার ফেরিওয়ালা বাহমনী গ্রামের কৃতি সন্তান ইয়াকুব আলী জনি সহ এলাকার স্থানীয় বাসিন্দা। তাদের মহতী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।
মো ইয়কু,ব আলী,জনি বলেন আমার গ্রাম একটি অবহেলিত গ্রাম ছিল একটি সাঁকোর অভাবে হাজারো মানুষ কত না কষ্ট করেছে তাদের কষ্ট দেখে আমি আর ঠিক থাকতে পারিনা তাদের দুঃখ দুর্দশার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র । এলাকাবাসীর সহযোগিতা না করলে হয়তো আমি এই কাজ করতে পারতাম না সেজন্য এলাকাবাসীকে ধন্যবাদ।
শুধু বাঁশের সাঁকো নয় বৃষ্টি হলে কাঁদোর জন্য গাড়ি তো দূরের কথা মানুষও ঠিকমতো হাঁটতে পারতো না। এই রাস্তা প্রায় দুই কিলোমিটা, রাস্তায় ইটের ছলিং দিয়ে সংস্কার করে দিয়েছে মানবতার ফেরিওয়ালা ইয়াকুব আলী জনি। এছাড়াও এলাকাবাসী মিলে বাঁশের সাঁকোর কাছে তৃষ্ণার্ত ব্যক্তিদের জন্য একটি টিউবয়েল স্থাপন করেছেন।
© দৈনিক বেলা বার্তা