প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে পুলিশ পরিচয়ে বাড়ীতে ঢুকে দিন-দুপুরে ডাকাতি।
সুকমল চন্দ্র বর্মন( পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি গ্রামে দিনের বেলায় পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। (৩০ অক্টোবর) বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ভেরেন্ডি গ্রামের বাবু মিয়ার বাড়ীতে ঘটে। ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ীর ভিতরে ঢুকে ঘর তল্লাশি করার কথা বলে বাড়ীর লোকজনদের ভয়ভীতি দেখিয়ে আলমারির ভিতরে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ও বাড়ীর লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে দুটি মোটরসাইলে চারজন লোক বাড়ীর গেটে আসেন। তারা নিজেকে পুলিশ পরিচয় দেন। এরপর তারা হাতে হ্যান্ডকাপ নিয়ে বাড়ীর ভিতরে ঢোকেন। এসময় বাড়ীর সকল সদস্যদের একত্রিত করে ঘরের ভিতরে মাদক আছে বলে ভয়ভীতি দেখান এবং বলেন কেউ চিৎকার করবেন না। এরপর একজন ডাকাত সদস্য তাদের সামনে দাড়িয়ে থাকে এবং অন্যরা ঘরের ভিতরে ঢুকে তল্লাশি করার কথা বলে আলমারির ড্রয়ার থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর বাড়ীর লোকজন ঘরের ভিতরে ঢুকে স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার বিষয় জানতে পারেন। এরপর তারা পুলিশে খবর দেয়।
বাড়ীর গৃহকর্তা বাবু মিয়া বলেন, তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যে, তারা ডাকাত নয়। তাদের হাতে হ্যান্ডকাপও ছিল। ডাকাতরা যাওয়ার পর ঘরের ভিতরে ঢুকে দেখি আমার স্ত্রীর ৩ ভরি স্বর্ণ এবং ৮০ হাজার টাকা নিয়ে গেছে। তিনি আরও বলেন, বাহিরে একটি দোকানে সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে তাদের ছবি দেখা যাচ্ছে। পুলিশ তদন্ত করলে তাদের সনাক্ত করতে পারবে’।
বাবু মিয়ার স্ত্রী জেসমিন আক্তার বলেন,পুলিশ বলে ডাকাতরা বাড়ীতে ঢুকে আমাদের সবাইকে ভয়ভীতি দেখিয়ে ৩ ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতরা যতক্ষণ বাড়ীতে ছিল ততক্ষণ ওদের ভয়ে কেউ কথা বলতে পারিনি। আমরা সবাই ভয়ে ছিলাম।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সনাক্তের পর জড়িতদের গ্রেপ্তারসহ মালমাল উদ্ধারের চেষ্টা করা হবে।
© দৈনিক বেলা বার্তা