প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
জয়পুরহাটে শুকনো ১কেজি গাঁজা সহ আটক ২
সুকমল চন্দ্র বর্মন
জয়পুরহাট।
জয়পুরহাটে ১ কেজি শুকনো গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) জয়পুরহাট সদর থানার তেঘর চারমাথা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১(এক) কেজি শুকনো গাঁজাসহ দুই জন আসামিকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার, মুহাম্মদ আবদুল ওয়াহাবের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন পিপিএম, এসআই (নিঃ) মো. সাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্স আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ তারেক রহমান (২৬) পিতা-মোঃ হাবিবুর রহমান গ্রাম -বালিঘাটা বাজার থানা-পাঁচবিবি ২। মোঃ সোহেল রানা (৩৮) পিতা-মৃত সেকেন্দার আলী , গ্রাম- দাদরা জন্তীগ্রাম থানা-সদর উভয় জেলা-জয়পুরহাট ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© দৈনিক বেলা বার্তা