প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়
খাগড়াছড়ি প্রতিনিধ:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কৃষকের ৪০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. মহরম আলী। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাদে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষীতগ্রস্থ ওই কৃষক মাটিরাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সংসারে আর্থিক সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে বর্গা নেয়া ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করেন কৃষক মো. মহরম আলী। অনেক পরিশ্রমের ফসল লাউ গাছগুলোতে ইতিমধ্যে লাউ ধরেছে। ইতিমধ্যে কয়েক হাটে লাউ বিক্রি করেছেন। প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে ক্ষেতে লাউ সংগ্রহ করতে গিয়ে দেখেন তার সৃজিত অধিকাংশ লাউ গাছের গোঁড়া থেকে কেটে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী জানান, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই শত্রুতামুলক তার জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার তিন লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতি সপ্তাহে ৬০/৭০টি লাউ বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এমন বর্বরোচিত ঘটনার বিচারসহ ক্ষতিপুরণ দাবী করেন।
স্থানীয় মো. আবুল কাশেম বলেন, বর্তমান দুর্মুল্যের বাজারে কৃষক মহরম আলীর লাউ বাজারে সবজির চাহিদা পুরনের পাশাপাশি স্থানীয়রা ঘরে বসেই কমদামে লাউ কিনতে পারতো। অপর চাষী চানমনি ত্রিপুরা বলেন, এমন কর্মকান্ড সমর্থনযোগ্য নয়। আমরা কৃষকরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের চিবচার দাবী করছি।
এমন কর্মকান্ড কাঙ্খিত নয় উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© দৈনিক বেলা বার্তা