প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদণ্ড।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় তিন মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০২ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এই রায় দেন।
জানা যায়, নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকালে মান্দা উপজেলায় অভিযান চালায়।
অভিযানে উপজেলার ফেটগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে আরিফুল ইসলাম (২১), একই গ্রামের তোফাজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (১৯) ও পরাণপুর গ্রামের আতাউল মৃধার ছেলে মাহফুজ আহম্মেদ কে (২০) আটক করে। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা তাদের প্রতিজনকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক দিন করে কারাদণ্ডের আদেশ দেন।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ শাহীন শওকত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
© দৈনিক বেলা বার্তা