প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মান্দায় দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়নের বিল করিল্যা বাজারে দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে ইমাজ উদ্দিন (৩৮) ও তার স্ত্রী সাথী আক্তার (৩০) ওপর হামলার ও মারপিটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইমাজউদ্দিন বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমাজউদ্দিনে ক্রয়কৃত জমিতে গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক ৮ টার সময় মৃত লবির উদ্দিন মন্ডল ছেলে জমির উদ্দিন (৫৬), জমির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪২) ও ছেলে রাকিবুল ইসলাম (১৮), মোঃ গবরার ছেলে আশাদুল ইসলাম (৪০) সহ আরো অনেকে দোকান ঘর নির্মাণ করতে থাকে। এমনতো অবস্থায় ইমাজউদ্দিন ও তার স্ত্রী সাথী দোকান ঘর নির্মাণে বাধা দিলে বিবাদীগণ গালিগলাজের একপর্যায় পূর্ব পরিকল্পিতভাব নিয়ে আসা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে গুরুতর আহত হয় সাথী আক্তার।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং সাথী আক্তারকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ বিষয়ে বিবাদী জমির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার জমিতে তিনি দোকান ঘর নির্মাণ করছেন। মারপিটের বিষয়টি তিনি কৌশলে এগিয়ে যান।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© দৈনিক বেলা বার্তা