প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
পদ্মা সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত ০৪
মোঃ রুবেল আহমেদ
শিবচর উপজেলার প্রতিনিধি
পদ্মা সেতুর দক্ষিণ থানার পাশে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত। আজ রাতে চার বন্ধু মিলে ঘুরতে বের হলে নাওডোবা হাইওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় জায়গায় তিনজন নিহত হন, এবং একজন কে পাঁচ্চর লাইফ কেয়ার হসপিটালে নেওয়া হলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। মোট ৪জন নিহত হয় ।নিহতদের নাম ও ঠিকানা,
১/নাবিল (১৭) পিতা-রুবেল ফরাজী, গ্রাম-মোমেন আলি ফরাজী কান্দি।২/সায়েম (২০) পিতা-ইসকান্দার মাতবর, সাং-ঐ। ৩/আরমান (১৮) পিতা-দাদন ঢালী, গ্রাম-মুসলিম ঢালীকান্দি। ৪/ক্ষিদির (২০) পিতা-আলিম মাতবর, গ্রাম-মুসলিম ঢালী কান্দি, সর্ব থানা-পদ্মা সেতু দক্ষিণ। জেলা - শরীয়তপুর।
© দৈনিক বেলা বার্তা