প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
নওগাঁয় ককটেল বিস্ফোরণ ৪০ জনের নামে মামলা, আটক ৩
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে দুটি ককটেল বিস্ফোরণ ও ছয়টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতা কর্মীর নামে বিস্ফোরক মামলা করা দায়ের করা হয়েছে। মামলার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছেন। মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃত ৩ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁর জেলা কারাগাড়ে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী। গত সোমবার ৪ নভেম্বর দিনগত পনে ৮ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি তাজা ককটেল উদ্ধার করেন থানা পুলিশ। ঘটনার পর ঐদিন রাত সাড়ে ৮টারদিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জড়ীতদের বিচার দাবি করেন। বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছা মাত্রই ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলেও তারা জানান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, সোমবার উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরো অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।
তিনি আরো বলেন, সেই মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী, হাকিম ও ইদ্দিসকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই উপজেলা আওয়ামী লীগের সাথে সক্রিয়। আসামীদের দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
© দৈনিক বেলা বার্তা