প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারির প্রাচীর না থাকায় বহুমুখী সমস্যা।
সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই,জয়পুরহাট।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড় তারা ইউনিয়নের রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাউন্ডারি না থাকাই বিদ্যালয়টি বিভিন্ন সমস্যার সম্মুখীন, বিদ্যালয়টির চারিদিক খোলা থাকার কারণে বিদ্যালয়ের মাঠে গরু , ছাগল ও কুকুরের বিচরণ ভূমির পরিণত হয়েছে। ইরি ও আমন ধানের মৌসুমে মাঠ থেকে ফসল কেটে এনে বিদ্যালয় মাঠে রেখে মেশিন দ্বারা মাড়াই করা হয় তখন মেশিনের শব্দে পাঠ দানে খুবই বিঘ্ন ঘটে। আলুর সময় আলু এনে অত্র মাঠে রাখা হয়। ধান, আলু বিক্রয়ের সময় বিভিন্ন জায়গা থেকে পার্টিরা ক্রয় করার জন্য ট্রাক নিয়ে এসে উক্ত বিদ্যালয় মাঠে রাখা পর ঘোরাঘুরি করে রাস্তায় উঠে গন্তব্য স্থানে রওনা দেয়। এতে করে বিদ্যালয়ের মাঠের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, বেশি করে ঘুরাঘুরির জন্য স্কুলের গোটা মাঠের অবস্থা অসমতল হাওয়াই ওই মাঠে শিক্ষার্থীরা খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়েছে এবং ,কোন ক্রমেই শিক্ষার্থীরা ওই মাঠে খেলাধুলা করতে চায় না।শিক্ষার্থী খেলাধুলা করতে খুবই আগ্রহী । অত্র বিদ্যালয়ের পশ্চিম পাশে বসতবাড়ি রয়েছে,বিদ্যালয়ের চারিদিক খোলার থাকার জন্য তারা ইচ্ছে মত অটো ভ্যান, ইজিবাইক, সিএনজি, সাইকেল ও মোটরসাইকেল বিদ্যালয়টি চলাকালীন সময়ে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে গ্রামের মধ্যে ঢুকে পরে। উক্ত রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বে জনাব মোহাম্মদ আশরাফ আলী মন্ডল, শিক্ষক ও শিক্ষার্থীরা ওইসব তথ্য জানিয়েছেন এবং বিদ্যালয় এর পরিবেশ ও শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর পাঠ দানের লক্ষে বিদ্যালয়ের বাউন্ডারি অতীব জরুরী।
সহকারি শিক্ষক আব্দুর রহমান জানান, বিদ্যালয়ের মাঠ উচু নিচু থাকার কারণে আমাদের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না তাই আমরা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
© দৈনিক বেলা বার্তা