প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ।
প্রতিনিধি,নওগাঁ।
সারাদেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলায়ও বিএনপি'র উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ বিকেলে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেঃকঃ(অবঃ) আব্দুুল লতিফ খান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন।
আলোচনায় আরও অংশ নেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু,উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এ,কে,এম নাজমুল হক নাজু, তোফাজ্জ্বল হোসেন টুকু,মোজাম্মেল হক মুকুল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
© দৈনিক বেলা বার্তা