প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
জয়পুরহাটে কনটেন্ট ক্রিয়েটারদের মিলনমেলা অনুষ্ঠিত।
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জয়পুরহাট।
জয়পুরহাটে কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের উদ্যোগে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের ধানমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম রেজা,নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খান,সমাজসেবক ও ব্যবসায়ী ইমরান হোসেন সহ কনটেন্ট ক্রিয়েটররা।
এ সময় জেলার প্রায় ৩০০ জন কনটেন্ট ক্রিয়েটরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
© দৈনিক বেলা বার্তা