প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
মোঃ শাহজালাল, বরগুনাঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও ইউনিয়ন- ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও পতাকা নিয়ে সুসজ্জিত হয়ে উপজেলা বিএনপি অফিসের সামনে সদর রোড এলাকায় সমবেত হয়। এরপর বর্ণাঢ্য র্যালি নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থল ডাক বাংলো মাঠে মিলিত হয়। মাঠে নেতাকর্মীরা জরো হয়ে আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।
আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান হিরুর সভাপতিত্বে ও আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম টারজান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ খান।
আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ৭ নভেম্বর একটি কর্মসূচি এই কর্মসূচিটা চিল স্থানীয় সুবিধা অনুযায়ী দেওয়া, এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কারন, এখানে সন্ত্রাসী ও নৈরাজ্যের কোন স্থান আমরা দিবো না। আমরা উপজেলা বিএনপি এব্যাপারে সবাই ঐক্যবদ্ধ ও সতর্ক। এই কর্মসূচিকে ঘিরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দিতে চাই আমতলীর মাটি বিএনপির ঘাটি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন তালুকদার, জেরা মুক্তিযোদ্ধা দল ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নূরুল ইসলাম তালুকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুবুল আলম মৃধা, আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হামিম খান,
আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবিএম সিদ্দিকুর রহমান, আমতলী উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান রিপন,
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আমতলী উপজেলা ছাত্রদরের সভাপতি শোয়েব ইসলাম হেলাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম সোহাগ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী রহমান রাকিব,
উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ পারভীন খুশিসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।