প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত -১কালাইয়ে ট্রাকের সাথে সংঘর্ষে নিহত -১
সুকমল চন্দ্র বর্মন
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাইয়ে মালবাহী ট্রাক এর ধাক্কায় আনছার হাজী নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় কালাই পৌর মহল্লার হাজীপাড়া মোড়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার আহাম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত রহিম উদ্দিন এর ছেলে ও ৩ নং আহাম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর মন্ডল এর ভাই আনছার হাজী ।
নীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি তার বোনের বাসায় যাওয়ার পথে সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টায় কালাই ফায়ার সার্ভিস অফিসের পশ্চিম পার্শ্বে হাজীপাড়া মোড় নামক স্থানে পৌছলে সামনে থেকে মালবাহী ট্রাক মোটরসাইকেল চালকের উপর উঠিয়ে দিলে মোটরসাইকেল ভেঙ্গে চালক ঘটনাস্থলে নিহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনায় নিহত ব্যক্তিকে উদ্ধার করে এবং পরে আত্মীয় স্বজনের সহযোগিতায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
© দৈনিক বেলা বার্তা