প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বকশীগঞ্জে পুুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক!
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ীকে আটক করা হয়েছে। রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর তাদের কোর্টে প্রেরণ করা হয়।
আটককৃতরা বকশীগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের হলেন গোলাপ হোসেনের ছেলে মাসুম মিয়া (২৮), মোবারক আলীর ছেলে মোস্তফা, মেষেরচর গ্রামের আরিফ মিয়ার ছেলে খলিল মিয়া (৫৩), মুসলিম উদ্দিনের ছেলে ফুটা মিয়া (৪২), চন্দেরবন তিনানী পাড়া গ্রামের সোনাজল হকের ছেলে সেলিম মিয়া (৪৫)।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ৫ জুয়াড়ীকে আটকের পর দুপুরে তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, মাদক ও জুয়াড়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে
© দৈনিক বেলা বার্তা