প্রিন্ট এর তারিখঃ Jan 10, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
বরগুনায় যৌথ অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ শাহজালাল, বরগুনা ।।
বরগুনা জেলার বামনা উপজেলায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে। এ সময় ১ হাজার ২৬০ পিস ইয়াবা, ৪ টি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে বামনা উপজেলার কালিকাবাড়ী ও কলাগাছিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন বামনা উপজেলার কালিকাবাড়ী এলাকার সালমা বেগম, একই উপজেলার কলাগাছিয়া এলাকার মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকন। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান বামনা থানা পুলিশ।
নৌবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বামনা উপজেলার কালিকাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী সালমা বেগমের ঘর তল্লাশি করে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাকে আটকসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে একই উপজেলার কলাগাছিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে ৪৭০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন রশীদ বলেন, পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ সালমা ও মোস্তফা কামাল নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
মোঃ শাহজালাল
বরগুনা।
© দৈনিক বেলা বার্তা