প্রিন্ট এর তারিখঃ Dec 22, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা,
সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, সাংবাদিক আহত
জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিল চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে সরিষাবাড়ী প্রেস ক্লাবের আহ্বায়ক ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরব আহত হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা কলেজ মাঠে এ ঘটনা ঘটে।আহত সাংবাদিক নিরবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পোগলদিঘা কলেজ মাঠে ছাত্র ইউনিয়নের কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ ৫০-৬০ জন অতর্কিত হামলা চালায়। এসময় ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়।সাংবাদিক শহিদুল ইসলাম নিরব জানান, পেশাগত কাজে সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যান। এসময় পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে।
কাউন্সিলে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অনেক শিক্ষার্থী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এরই অংশ হিসেবে উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে এটিকে ছাত্রলীগের অনুষ্ঠান মনে করে দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা করে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন তারা।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
© দৈনিক বেলা বার্তা