প্রিন্ট এর তারিখঃ Dec 23, 2024 ইং || প্রকাশের তারিখঃ ১৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ইং
vat কোম্পানি এক প্যাকেট বেনসন সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য
vat কোম্পানি এক প্যাকেট বেনসন সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৩২৪ টাকা যা মুলত খুচরা কাস্টমারদের মূল্য অথচ তারা দোকানে বিক্রি করে থাকেন প্যাকেটের মূল্যে থেকে ৩২৩.৯৮ টাকা, দোকানদার ১ টা সিগারেট খুচরা কাস্টমারদের কাছ থেকে ১৮ টাকা বিক্রি করেন ১৮×২০=৩৬০ টাকা বিক্রি করেন যা মুলত খুচরা কাস্টমারদের কাছ থেকে ৩৬ টাকা বেশি নেন!
MRP অনুয়ায়ী প্রতিটি সিগারেটের দাম হবে ১৬.২০ টাকা অথচ দোকানদার ১৮ টাকা বিক্রি করেন অর্থাৎ প্রতিটি সিগারেটে ১.৮০ টাকা অতিরিক্ত নিচ্ছেন, প্রতিদিন এই ভাবে কোটি কোটি টাকা বাড়তি নিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি।
কাস্টমারদের মূল্য দোকান থেকে নিচ্ছেন তারা, আর কাস্টমার অতিরিক্ত মূল্য দিচ্ছেন MRP অনুযায়ী!
প্রশ্ন হল MRP কি বিক্রেতার মূল্য না কাস্টমারদের মূল্য?
© দৈনিক বেলা বার্তা